গ্রামীণের থ্রি জিতে গতি দ্বিগুণ

৫ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উদযাপনে থ্রি জি ইন্টারনেটে গতি দ্বিগুণের ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 01:24 PM
Updated : 21 Oct 2014, 01:24 PM

মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা থ্রি জি প্যাকেজের আওতায় কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ৫১২ কেবিপিএসের পরিবর্তে ১ এমবিপিএস পর্যন্ত গতি পাবেন।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন এই সেবা প্রসঙ্গে গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বোঙ্কে বলেন, “সবার জন্য ইন্টারনেট- সেবা দেয়ার আকাঙ্ক্ষা থেকেই গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রচেষ্টা হিসেবে থ্রি জি ইন্টারনেটের গতি দ্বিগুণ করা হয়েছে।”

প্রতিষ্ঠার ১৭ বছরের মাথায় সম্প্রতি বাংলাদেশে প্রথম অপারেটর হিসাবে ৫ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছায় গ্রামীণফোন। গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা এক কোটির বেশি।

গ্রামীণফোন আগামী পাঁচ বছরে পাঁচ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।